
বোলপুর, ২৮ জুলাই : দুই বর্ষীয়ান নেতাই কোর কমিটি পরিচালনা করবেন। সোমবার বিকেলে রাঙাবিতান গেষ্ট হাউসে কোর কমিটির বৈঠকে এমনই নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কোর কমিটির ৯ জন সদস্যই উপস্থিত ছিলেন মমতার ডাকা সভায়। প্রায় আধঘন্টা ধরে বৈঠক চলে। কিন্তু বৈঠক শেষে কোন সদস্যই সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে চাননি। সূত্রের খবর, মমতা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সামনে নির্বাচন সবাই মিলে দল সংগঠন বাড়াতে হবে। সংবাদমাধমের কাছে মুখ খোলা যাবে না। কোর কমিটির মধ্যে অনুব্রত মণ্ডল এবং আশিস বন্দ্যোপাধ্যায় দুজনেই বর্ষীয়ান নেতা। ফলে দুজন মিলেই কোর কমিটি পরিচালনা করবে।

রবিবার রাতে মুখ্যমন্ত্রী বোলপুরে ঢুকতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় চপ মুড়ি নিয়ে দেখা করে আসেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। এরপর থেকেই অনুব্রতর গুরুত্ব বাড়তে থাকে। তার বড় প্রমান প্রশাসনিক বৈঠকে মঞ্চে উপস্থিতির তালিকায় এক নম্বরে নাম ছিল অনুব্রত মণ্ডলের। এমনকি মিছিলে কেষ্টকে দেখা না গেলেও জনসভার মঞ্চ থেকে কেষ্টর উপস্থিতির কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে আগামী দিনে বীরভূম জেলায় কেষ্ট কি স্বমহিমায় ফিরছেন? সেটা সময়ের অপেক্ষা। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার থেকে রীতিমতো গুরুত্ব পেয়ে উঠে এসেছেন কাজল শেখ। তাই তার গুরুত্ব অটুট থাকবে বলেই মনে করছে তথ্যভিজ্ঞ মহল।
কোর কমিটির সংখ্যা 9 থেকে 10 হলো। জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ রবি মুর্মুকে কোর কমিটিতে ভরা হল।