
নানুর , আমার খবর : “বুকে লাথি মেরে হাড় ভেঙে দিতাম”— বিজেপিকে উদ্দেশ্য করে বিস্ফোরক মন্তব্য কাজল সেখের।
গত শনিবার সিউড়ি প্রশাসনিক ভবনে ডেপুটেশন দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও ব্যানারে কালিমা লেপে দেয় বিজেপি কর্মীরা। এই ঘটনায় রাজনৈতিক তোলপাড় শুরু হয় জেলায়। তারই প্রতিবাদে আজ সোমবার বিকেলে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির নির্দেশে ধিক্কার মিছিল বের করে তৃণমূল কংগ্রেস। নানুর বিধানসভার কীর্ণাহারে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল সেখ।

ধিক্কার মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে কার্যত বিস্ফোরণ ঘটান তিনি।
কাজল সেখ বলেন, “শনিবার জেলা পরিষদ বন্ধ থাকার কারণে আমি উপস্থিত থাকতে পারিনি। কিন্তু যদি এই ঘটনা সোমবার, বুধবার বা শুক্রবার ঘটত—তাহলে বুকে লাথি মেরে, বুকের হাড় ভেঙে দিতাম।”
এই ভাষায় বিজেপি নেতাদের হুঁশিয়ারি দেন তিনি। কাজল সেখ ছাড়াও উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক বিধান মাঝি, নানুর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব
তাঁর এই মন্তব্য ঘিরে ফের রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে জেলাজুড়ে। এই নিয়ে কটাক্ষ করেন বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।