বেআইনি বহুতল রুখতে কড়া বার্তা দমকলমন্ত্রীর

রামপুরহাট, দেবস্মিতা চট্টোপাধ্যায় : বেআইনি বহুতল নির্মাণে এবার আরও কড়া পদক্ষেপের ইঙ্গিত দিল দমকলমন্ত্রী। সোমবার তারাপীঠে পুজো দিতে এসে রামপুরহাট স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু স্পষ্ট বার্তা দেন, “নির্দিষ্ট উচ্চতার পর দমকলের অনুমতি ছাড়া আর কোনও প্ল্যান পাস হবে না।”
প্রসঙ্গত, শহরের বিভিন্ন এলাকায় প্রশাসনিক নিয়ম মানা ছাড়াই বহুতল গড়ে উঠছে। বহু ক্ষেত্রেই চারপাশে পর্যাপ্ত জায়গা না রেখেই নির্মাণ চলছে। ফলে কোনও দুর্ঘটনা ঘটলে দমকলের গাড়ি ভেতরে ঢুকতে সমস্যা তৈরি হয়।

এ প্রসঙ্গে মন্ত্রী জানান, “প্ল্যান পাস করার দায়িত্ব পৌরসভা বা গ্রাম পঞ্চায়েতের। তবে কিছু ঘটনা ঘটার পরই নিয়ম করা হয়েছে, নির্দিষ্ট উচ্চতার পর থেকে বহুতল নির্মাণের ক্ষেত্রে দমকল দফতরের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।”
মন্ত্রী আরও ইঙ্গিত দেন, ভবিষ্যতে এই নিয়ম আরও কড়াভাবে কার্যকর করা হবে।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।