জেলার খবর
Trending

বেপরোয়া লরির চাকায় পিষ্ট হয়ে মৃত দশম শ্রেণীর ছাত্রী

বেপরোয়া লরির চাকায় পিষ্ট হয়ে মৃত দশম শ্রেণীর ছাত্রী

বোলপুর, আমার খবর : টিউশন থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। সেলেন্ডার বোঝাই বেপরোয়া দশ চাকার লরির ধাক্কায় প্রাণ হারাল এক স্কুলছাত্রী। মৃত ছাত্রীর নাম অর্পিতা বাউড়ি (ক্লাস দশম), বাড়ি রূপপুর পঞ্চায়েতের মোলডাঙ্গা গ্রামে।

আজ সন্ধ্যেবেলায় বোলপুর জামবুনি টোল ট্যাক্সের কাছে ঘটনাটি ঘটে। টিউশন থেকে ফেরার পথে অর্পিতাকে পিষে দেয় গ্যাস ভর্তি ওই লরি। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ক্ষুব্ধ স্থানীয়রা লরি ও চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। খবর পেয়ে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লরিটি আটক করে।

স্থানীয়দের অভিযোগ, গ্যাস বোঝাই এই লরিগুলির চালকেরা প্রায়শই বেপরোয়া গতিতে গাড়ি চালায়। ফলে আতঙ্কে থাকেন সাধারণ মানুষ। এদিনের দুর্ঘটনা সেই ক্ষোভ আরও বাড়িয়ে দেয়।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button