জেলার খবর
Trending
বেহাল সিউড়ি-বোলপুর সড়ক, দুর্ঘটনায় ভুগছে সাধারণ মানুষ
বেহাল সিউড়ি-বোলপুর সড়ক, দুর্ঘটনায় ভুগছে সাধারণ মানুষ

সিউড়ি, আমার খবর : সিউড়ি থেকে বোলপুর যাওয়ার প্রধান সড়কের হাটজন বাজার সংলগ্ন অংশ কার্যত বেহাল অবস্থায় পড়ে রয়েছে। খানাখন্দে ভরা এই রাস্তায় প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
আজ সকালেই টোটো থেকে পড়ে হাত ভেঙে গুরুতর আহত হন এক যাত্রী। প্রতিবাদে হাটজন বাজারে বিক্ষোভে সামিল হন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের আশ্বাসে অবশেষে বিক্ষোভ তুলে নেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ জানিয়েছে, আজ বিকেল অথবা আগামীকালের মধ্যে ওই সড়কের প্রাথমিক মেরামতের কাজ শুরু হবে। তবে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।