বোলপুরে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন পালন
বোলপুরে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন পালন

বোলপুর, মুনতাজ রহমান : বোলপুর পশ্চিম চক্রের উদ্যোগে মহান শিক্ষাবিদ, দার্শনিক ও ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজিত হয় বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে।
এই অনুষ্ঠানে পশ্চিম চক্রের ২০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস.আর.ডি-র চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, বিশ্বভারতী পাঠভবনের প্রাক্তন অধ্যক্ষ তথা শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিক সুপ্রিয় ঠাকুর, বীরভূম জেলা শিক্ষা সংসদে সভাপতি প্রলয় নায়েক, শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি হানিফ শেখ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব।
মঞ্চ থেকে অনুব্রত মণ্ডল শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষকরাই সমাজ গড়ার কারিগর। ছাত্র-ছাত্রীদের শুধু পড়াশোনার দীক্ষা নয়, মানবিকতার পাঠ শেখানোই হল সত্যিকারের শিক্ষকতার পরিচয়। শিক্ষকের সম্মান রক্ষা করা আমাদের সবার কর্তব্য।”

অনুষ্ঠান জুড়ে শিক্ষকদের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয় এবং ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে তাঁদের ত্যাগ ও নিষ্ঠার কথা তুলে ধরা হয়।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।