বোলপুর, ২৭ জুন : বোলপুরে রথের দড়ি টেনে দলীয় কর্মীদের সঙ্গে পাঁপড় খাওয়ায় মজলেন অনুব্রত মণ্ডল। পরে রথযাত্রা নিয়ে নানান স্মৃতিচারণ করলেন তিনি৷ পাশে বসে পাঁপড়ে কামড় রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহর৷
অনুব্রত মণ্ডল বলেন, “আগে রথে গ্রামগঞ্জ থেকে কত লোক আসত৷ প্রচুর ছোট ছোট বেরোয়৷ এখন ভিড় কমছে। সেই ছোট থেকে রথের দড়ি টানছি৷ প্রতি বছর বাড়ির কাছেই থাকি। এবার পার্টি অফিসের এখানে এসেছি৷ খুব ভালো লাগছে।”
তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় আছেন৷ জগন্নাথ দেব সবার মঙ্গল করুক৷ রাজ্যের মানুষকে দেশের মানুষকে ভালো রাখুক৷”
ওড়িষ্যায় পুরির আদলে দীঘায় তৈরি হয়েছে জগন্নাথ মন্দির। এই প্রথম।সৈকত নগরীতে রথযাত্রায় লোকারণ্য। রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে,
বোলপুরে দলীয় কার্যালয়ে সামনের রাস্তায় কর্মীদের নিয়ে বসে ছিলেন অনুব্রত মণ্ডল। রাস্তা দিয়ে যাওয়া প্রাচীন রথের দড়িতে টান দিলেন অনুব্রত মণ্ডল। এরপরে কর্মীদের নিয়ে রথ স্পেশাল খাবার পাঁপড়ে মজলেন কেষ্ট৷ সঙ্গে ছিল জিলাপি। পরে এসে যোগ দেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ। পাঁপড়ে মজলেন মন্ত্রীও৷
প্রসঙ্গত, এই প্রথম বোলপুরে ২৫ টি রথ কমিটিকে ১০ হাজার টাকা করে অনুদান দিয়েছেন শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের সভাপতি তথা মন্ত্রী চন্দ্রনাথ সিংহ৷ এই উদ্যোগের প্রশংসা করেন অনুব্রত মণ্ডল।

