"বোলপুর আশ্রম বিদ্যালয়ের অভিনব রাখি কর্মশালা"
"বোলপুর আশ্রম বিদ্যালয়ের অভিনব রাখি কর্মশালা"

রাখি পূর্ণিমা মানেই ভাই-বোনের মধুর বন্ধন। কিন্তু এবার সেই বন্ধন ছড়িয়ে পড়ছে মানুষের গণ্ডি পেরিয়ে প্রকৃতির দিকেও। বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়-এর উদ্যোগে এক ব্যতিক্রমী উদযাপন দেখা গেল রাখি পূর্ণিমাকে কেন্দ্র করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পরিকল্পনায় ও শিক্ষক-শিক্ষিকাদের সহায়তায় আয়োজিত হয়েছে এক বিশেষ রাখি কর্মশালা, যেখানে ছাত্রছাত্রীরা সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণ দিয়ে রাখি তৈরি করছে।
পাতা, ফুল, তুলো, বাঁশের খণ্ড, তন্তু, চন্দন—এসব দিয়েই তৈরি হচ্ছে রাখি। পরিবেশবান্ধব ও সৃজনশীল এই উদ্যোগে ছোটরা যেমন খুশি, বড়রাও তেমন গর্বিত।

এই কর্মশালার মূল উদ্দেশ্য শুধুমাত্র রাখি তৈরি নয়। বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল রাখি পূর্ণিমা উপলক্ষে প্রতিটি গাছে রাখি ও চন্দন পরানো হবে। একটি প্রতীকী বার্তার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের শেখানো হচ্ছে—গাছ আমাদের বন্ধু, ভাইয়ের মতো, যাকে রক্ষা করা ও ভালোবাসা দেওয়া আমাদের কর্তব্য।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, “এই কর্মশালার মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা, সৃজনশীলতা এবং প্রকৃতির সঙ্গে সম্পর্ক গড়ে তোলার গুরুত্ব বোঝাতে চেয়েছি। গাছের গলায় রাখি পরানো মানে প্রকৃতিকে ভাই হিসেবে মেনে নেওয়া।”
স্থানীয় অভিভাবক ও বাসিন্দারাও এই উদ্যোগে খুশি। অনেকেই জানিয়েছেন, এই শিক্ষণীয় বার্তা এখন সমাজে খুব প্রয়োজন।
এই রাখি পূর্ণিমা তাই শুধুই উৎসব নয়—এ এক শিক্ষা, প্রকৃতির সঙ্গে ভালোবাসার বন্ধন গড়ার প্রতিশ্রুতি।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।