জেলার খবর
Trending

ব্যাগে বিষধর সাপ নিয়ে হাজির সিউড়ি সদর হাসপাতালে উপস্থিত একদল মানুষ।

ব্যাগে বিষধর সাপ নিয়ে হাজির সিউড়ি সদর হাসপাতালে উপস্থিত একদল মানুষ।

সিউড়ি,সজল সেখ : ব্যাগে বিষধর সাপ নিয়ে হাজির সিউড়ি সদর হাসপাতালে উপস্থিত একদল মানুষ। তাদের সাথে গুরুতর অসুস্থ অবস্থায় এক মহিলা। সাপ নিয়ে হাসপাতালে ঢুকতেই ব্যাপক আতঙ্ক ছড়ালো হাসপাতালের চিকিৎসক ও নার্সদের মধ্যে। তবে সাপের কামড়ে অসুস্থ মহিলাকে হাসপাতালে আনার কিছুক্ষনের মধ্যেই তার মৃত্যু হয়। মৃত মহিলার নাম রিনা রায় বয়স ২৫ বছর।


মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে,রীনা রান্নার জন্য বাড়ির বাইরে জমা করে রাখা কাঠের স্তুপ থেকে কাঠ আনতে গিয়েছিল। সেখানে লুকিয়ে ছিল এক বিষধর সাপ। কাঠের স্তুপে হাত দেওয়ার সাথে সাথে রীনার পায়ের আঙুলে কামড় বসাই সাপটি। বিষের জ্বালায় লুটিয়ে পড়ে রিনা। রিনার চিৎকারে ছুটে আসে আশেপাশের মানুষজন। কাছে এসেই চক্ষু চড়ক গাছ সকলের। ফনা তুলে রয়েছে এক বিশাল বিষধর। সঙ্গে সঙ্গে পিটিয়ে সাপটিকে মেরে ফেলে সবাই। এরপর ওই মৃত সাপটিকে ব্যাগবন্দি করে রিনাকে নিয়ে হাসপাতালে আসেন পরিবারের সদস্যরা। সাপটিকে দেখে আতঙ্ক ছড়ায় হাসপাতালে। দ্রুত সেটিকে ইমার্জেন্সি থেকে বের করে নিয়ে যেতে বলা হয়। এরপরই চিকিৎসা শুরু হয় রীনার। তবে চিকিৎসায় অনেক দেরি হয়ে গিয়েছে। ততক্ষণে বিষ ছড়িয়ে পড়েছে রিনার গোটা শরীরে কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। শেষ রক্ষা হল না। বিষধর সাপটির সাথে মৃত্যু হলো রিনার।

https://youtu.be/wdGi89Bas5k

Related Articles

Back to top button