জেলার খবর
Trending

ব্যারেজের কাজ চলাকালীন জল ছাড়ায় বিপত্তি। অল্পের জন্য রক্ষা পেল বেশ কয়েক জনের প্রাণ।

বীরভূম, সিউড়ি : ব্যারেজের কাজ চলাকালীন জল ছাড়ায় বিপত্তি। অল্পের জন্য রক্ষা পেল বেশ কয়েক জনের প্রাণ। পরবর্তীতে ক্রেনে সাহায্যে ব্যারেজের নিচে থেকে উপরে তোলা হয় তাঁদের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বীরভূমের সিউড়ির তিলপাড়া ব্যারেজে। যদিও বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কাছে থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
তবে জানা যাচ্ছে তাদের মধ্যে কয়েক জন তিলপাড়া ব্যারেজের আধিকারিক ইঞ্জিনিয়ার ছিলেন। এই বিষয় নিয়ে তারাও কোন মুখ খুলতে চাননি।

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, সিউড়িতে ময়ূরাক্ষী নদীর উপর তিলপাড়া ব্যারেজ রয়েছে। সেই জলাধার সংস্কারের কাজ চলছে। সেখানে কাজ করছিলেন ৫-৬ জন। সেই সময় হটাৎ-ই ব্যারেজ থেকে জল ছেড়ে দেওয়া হয়। জল ছাড়া মাত্রই জলের শব্দে তড়িঘড়ি তাঁরা সকলে ব্যারেজের এক পাশে চলে আসেন। বিষয়টি সকলের নজরে আসতে তৎপরতা শুরু হয়। এরপরেই ক্রেন আনা হয় তাদের উদ্ধারের জন্য। ক্রেন নামিয়ে তাঁদের উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী জানান, কোন রকমে প্রাণে বেঁচেছেন ওঁরা। না হলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেত আজ।

Related Articles

Back to top button