প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা ও ফোন বীরভূমের তাঁতীপাড়ার সৌমজিৎ দত্তকে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা ও ফোন বীরভূমের তাঁতীপাড়ার সৌমজিৎ দত্তকে

বীরভূম, তাঁতিপাড়া, সংকল্প দে : বীরভূমের রাজনগর ব্লকের অন্তগত তাঁতিপাড়া বড়কালী তলা পাড়ার বাসিন্দা এবং তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনের দশম শ্রেণীর ছাত্র সৌমজিৎ দত্তকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা বার্তা পাঠালেন সৌমজিৎ দত্তের ছবি আঁকার প্রতিভা দেখে। পরিবার সূত্রে প্রকাশ সৌমজিৎ দত্ত ভারতের প্রধানমন্ত্রীর প্রয়াত মাকে শ্রদ্ধা জানানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মায়ের একটি ছবি আঁকে এবং সেই ছবিটি সৌমজিৎ দত্ত নরেন্দ্র মোদী যখন দুর্গাপুরে জনসভা করতে এসেছিলেন সেই সময় তার মামার হাত দিয়ে ছবিটি নরেন্দ্র মোদির কাছে পৌঁছান। অবশেষে ভারতের প্রধানমন্ত্রী তার প্রয়াত মায়ের এত সুন্দর একটি ছবি পেয়ে ও দশম শ্রেণীর একজন ছাত্রের এই প্রতিভা দেখে খুশি ও আপ্লুত হন। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লির দপ্তর থেকে বীরভূমের তাঁতিপাড়ার সৌমজিৎ দত্তের পরিবারের সাথে যোগাযোগ করা হয়।

অবশেষে সৌমজিৎ এর বাড়ির ঠিকানায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুভেচ্ছা পত্র পাঠানো হয় এবং সৌমজিৎ এর এই প্রতিভাকে কুর্নিশ জানানো হয়। স্বভাবতই দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে এই ধরনের শংসাপত্র পেয়ে সৌমজিৎ সহ তার পরিবারের সকলে গর্বিত ও আপ্লুত।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।