মাটির দেওয়াল চাপা পড়ে তিনটি ছাগলের মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলো বাড়ির বড় ছেলে।
বোলপুর, মুনতাজ রহমান : অন্যের বাড়ির মাটির দেওয়াল চাপা পড়ে তিনটি ছাগলের মৃত্যু অল্পের জন্য প্রাণে বাঁচলো বাড়ির বড় ছেলে। দুর্ঘটনাটি ঘটেছে বোলপুর লাগুয়া রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের রায়পুর বাগদী পাড়ায়। রবিবার রাত্রি ১১ টা সাড়ে এগারোটা নাগাদ অশোক বর্মনের বিশাল মাটির দেওয়াল পড়লো সুমন বর্মনের বাড়িতে। সেখানে ছিল সুমন বর্মনের রান্নাঘর। রান্নাঘরের ভেতর ছিল আটটি ছাগল। ছাগলগুলির উপরে পড়ে যায় বিশাল মাটির দেওয়াল।

পাঁচটি ছাগল বের করতে পারলেও তিনটি ছাগলের মৃত্যু হয় দেওয়াল চাপা পড়ে। ঠিক পাশেই শুয়ে ছিল বাড়ির ১৪ বছরের বড় ছেলে রঙ্গন বর্মন। অল্পের জন্য প্রাণে বাঁচে সে। পরেশ বর্মন, সুমন বর্মনের অভিযোগ বারবার বাড়ির মালিককে বলা সত্বেও কোন কর্ণপাত করেনি তারা। বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তারা দাবি করেন ক্ষতিপূরণের।
পাশের বাড়ি গায়ত্রী বর্মন জানা কয়েকদিন আগে নিজের বাড়ির কল তলায় জল নেওয়ার সময় একই বাড়ি মাটির দেওয়াল ভেঙে পড়ে দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পান তিনি