মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে বোলপুরে শুরু হকার পুনর্বাসনের কাজ : চন্দ্রনাথ সিংহ
মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে বোলপুরে শুরু হকার পুনর্বাসনের কাজ : চন্দ্রনাথ সিংহ

বোলপুর, মুনতাজ রহমান (বাপি) : মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বোলপুরে হকারদের পুনর্বাসনের কাজ এগোচ্ছে। এদিন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান, মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন যে ফুটপাত ব্যবসায়ীদের জন্য স্থায়ী ব্যবস্থা করা হবে। সেই প্রতিশ্রুতি মোতাবেক শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে।
রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ জানান, শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে পাঁচটি মার্কেটের সাংশন হয়ে গেছে, টেন্ডার সম্পন্ন এবং ওয়ার্ক অর্ডারের প্রক্রিয়াও চলছে।
পাঁচটি জায়গা হল—শ্যামবাটি মার্কেট, টুরিস্ট লজ মোড়, গার্লস হাই স্কুলের পাশে, ভুবনডাঙ্গা ইলেকট্রিক সাপ্লাইয়ের কাছে ও প্রান্তিকে।
এছাড়াও আরও দুটি জায়গা চিহ্নিত করা হয়েছে— বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কাছে এবং বোলপুর স্টেট ব্যাংকের সংলগ্ন এলাকা। এগুলি মঞ্জুরির অপেক্ষায় রয়েছে।

চন্দ্রনাথ সিংহ বলেন, এই প্রকল্পের ফলে একদিকে যেমন সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে, তেমনি দীর্ঘদিনের অভিযোগ মেটবে। একইসঙ্গে ফুটপাত ব্যবসায়ীরাও তাদের স্থায়ী ঠিকানা পাবেন।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।