জেলার খবর
Trending

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম জেলা সফর ঘিরে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা।

বোলপুর, দেবস্মিতা চট্টোপাধ্যায় : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম জেলা সফর ঘিরে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। আগামী রবিবার, ২৭ জুলাই বোলপুরে এসে পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী। বরাবরের মতোই রাত্রে থাকবেন রাঙাবিতানে। এরপর ২৮ জুলাই, সোমবার দুপুর ১টায় গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করবেন। বৈঠক শেষ হতেই শুরু হবে বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে পদযাত্রা। প্রসঙ্গত, প্রথম বোলপুর থেকে শুরু হচ্ছে এই পদযাত্রা। টুরিস্ট লজ মোড় থেকে শুরু করে চিত্রার মোড়, চৌরাস্তা হয়ে শ্রীনিকেতন রোড ধরে পদযাত্রা পৌঁছবে জামবুনিতে রবীন্দ্রমূর্তির কাছে।

এরপর রবীন্দ্রমূর্তিতে মাল্যদান করবেন তিনি এবং জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। ২৮ জুলাই রাত্রিতে আবারও থাকছেন রাঙাবিতানে। পরের দিন, মঙ্গলবার, ২৯ জুলাই ইলামবাজারে রয়েছে সরকারি সভা অর্থাৎ দুদিন বোলপুরে থাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান, ইতিমধ্যেই দফায় দফায় বৈঠক শুরু হয়েছে। আজই বোলপুরে বীরভূম জেলা পুলিশ সুপার আমানদীপ, বীরভূমের অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে বিভিন্ন দিক খতিয়ে দেখে বৈঠক করেন তিনি। গত ২১ জুলাই শহীদ মঞ্চ থেকেই এই পদযাত্রার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কথা মতোই বোলপুর থেকেই শুরু হচ্ছে বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে পদযাত্রা।

Related Articles

Back to top button