"মেনে নেওয়া যায় না", কালীগঞ্জের ঘটনা প্রসঙ্গে বললেন ফুরফুরা শরীফের পীরজাদা তথা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কাশেম সিদ্দিকী৷

বোলপুর, ২৫ জুন : “মেনে নেওয়া যায় না”, কালীগঞ্জের ঘটনা প্রসঙ্গে বললেন ফুরফুরা শরীফের পীরজাদা তথা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কাশেম সিদ্দিকী৷ তিনি আরও জানান, শুধু মুসলমানদের জন্য নয়, হিন্দু, আদিবাসী মানুষজনের উন্নয়নের জন্য ভাবার জায়গা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন৷ এদিন, শান্তিনিকেতনে ব্যক্তিগত সফরে আসেন তিনি৷
হুগলি জেলার ফুরফুরা শরিফের পীরজাদা কাশেম সিদ্দিকী। মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনী বৈতরণি পার হতে তাঁর ভূমিকা নিয়ে জল্পনা ছিল দীর্ঘদিন ধরে৷ অবশেষে ১০ জুন সরাসরি রাজনৈতিক জমিতে পা রাখেন তিনি৷ কাশেম সিদ্দিকীকে তৃণমূল-কংগ্রেসের সাধারণ সম্পাদক করা হয়৷
এদিন শান্তিনিকেতনে ব্যক্তিগত সফরে আসেন কাশেম সিদ্দিকী। কালীগঞ্জের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “একটি মর্মান্তিক ঘটনা, এটা মেনে নেওয়া যায় না৷ তবে প্রশাসন আছে দেখছে। আমরা অবশ্যই ওই পরিবারের পাশে থাকবো।”
প্রসঙ্গত, সোমবার বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। নদীয়া জেলার কালিগঞ্জে জয়ী হয়েছেন তৃণমূল-কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ। তাঁর জয়ের পর বিজয় মিছিল হয়৷ মিছিল থেকে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। সিপিএম নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়৷ বোমার আঘাতে মৃত্যু হয় চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুনের৷ এই নাবালিকার মৃত্যু ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়৷ প্রতিবাদে সরব হয়েছেন বিরোধীরা৷
বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন৷ “আনন্দকে ঢেকে দিল”, বলেছেন তিনি৷ এবার ফুরফুরা শরিফের পীরজাদা তথা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কাশেম সিদ্দিকীও ঘটনার নিন্দা করেন৷
তিনি আরও বলেন, “সংখ্যালঘুটা বিষয় নয়৷ আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে একটা দায়িত্ব দিয়েছেন। আমি সকল মানুষের জন্য ভাববো৷ মুসলিম থেকে হিন্দু ভাই, আদিবাসী, দলিত সবার জন্যই আমাকে ভাবতে হবে৷ ভাবার জায়গা তৈরি করে দিয়েছেন, আমি তামাম পশ্চিমবঙ্গে যাচ্ছি। সকলের কথা শোনার জন্য৷”
