জেলার খবর
Trending

রক্ত ঋণ শোধ করে পরিবার, প্রয়াণ দিবসে প্রতিবার হয় রক্তদান শিবির।

নানুর, বনগ্রাম, দেবস্মিতা চট্টোপাধ্যায় : অসুস্থ অবস্থায় রক্তের প্রয়োজনে রক্ত মিলেছিল অজানা অচেনা মানুষের থেকে। তিনি আর নেই, প্রয়াত হয়েছেন পাঁচ বছর হয়ে গেল। তবে সেই অসহায় সময়ে রক্ত পেয়েছিলেন, সমাজের কাছে কৃতজ্ঞ তাঁরা। তাই প্রতিবারই প্রয়াণ দিবসে রক্তদান শিবির করেই ঋণ শোধ করার উদ্যোগ নেন মৃত শিক্ষকের পরিবারের সদস্যরা। লক্ষ্য থাকে ৫১ ইউনিট রক্তের। এ বারও নানুর থানার বনগ্রামের শিক্ষক স্বর্গীয় বিকাশ চন্দ্র মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির করলেন তাঁর পরিবারের মানুষজন সহ বনগ্রাম নেতাজী তরুণ ক্লাব ও নৈবেদ্য। শিবিরে সহযোগিতা করেছে বীরভূম ভলান্টারী ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন। পুরুষ মহিলা মিলিয়ে এদিন ৫০ জন রক্তদান করেন।

রক্ত সংগ্রহ করে বোলপুর সুপারস্পেশালিটি হাসপাতালের ব্লাডব্যাঙ্ক। আয়োজক সংস্থার পক্ষে প্রয়াত শিক্ষকের ভাই রথীন্দ্রনাথ মণ্ডল ও নৈবেদ্যর পক্ষে কৃষ্ণেন্দু পাল জানান, এই ভাবে রক্তদান শিবিরের মাধ্যমেই তাঁরা রক্ত ঋণ পরিশোধের চেষ্টা করছেন। সঙ্গে রয়েছেন এলাকার ক্লাব ও গ্রামবাসী। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সহ-সভাপতি নুরুল হক, বনগ্রাম নেতাজী তরুণ ক্লাবের সম্পাদক রথীন্দ্রনাথ মণ্ডল, ক্লাব সদস্য রাকেশ সিনহা, অরিজিৎ মন্ডল, নৈবেদ্যর সম্পাদক কৃষ্ণেন্দু পাল, সংস্থার সদস্য গোপীনাথ ঘোষ, প্রদ্যুৎ মণ্ডল প্রমুখ।

Related Articles

Back to top button