জেলার খবর
Trending

রামপুরহাটে নাবালিকা খুন মামলা পকসো আদালতে স্থানান্তরিত

রামপুরহাটে নাবালিকা খুন মামলা পকসো আদালতে স্থানান্তরিত

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট : রামপুরহাটে সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণ ও খুনের মামলায় বড় পদক্ষেপ। এসিজেএম কোর্ট থেকে মামলা স্থানান্তরিত হলো পকসো বিশেষ আদালতে।

অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পালের বিরুদ্ধে যুক্ত হলো পকসো ধারা ৪/৬ এবং বিএনএস-এর ৬৫ ধারা। পুলিশের আবেদনের ভিত্তিতেই এই পদক্ষেপ। পুলিশ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ধৃত শিক্ষক ছাত্রীকে দুদিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেছিলেন।

এই মামলায় স্পেশাল পিপি হিসেবে দায়িত্ব পেলেন বিভাস চাটার্জী। তবে পরিবারের অভিযোগ, এখনো দেহের বাকি অংশ উদ্ধার করতে পারেনি পুলিশ। তাঁদের দাবি, ঘটনার সঙ্গে আর কেউ জড়িত থাকতে পারে, তাই সঠিকভাবে তদন্ত করা হোক।

Related Articles

Back to top button