জেলার খবর
Trending

রামপুরহাটে সকাল বেলায় দুঃসাহসিক বাইক চুরি

রামপুরহাটে সকাল বেলায় দুঃসাহসিক বাইক চুরি

রামপুরহাট, আমার খবর : নকল চাবি ব্যবহার করে দুঃসাহসিকভাবে মোটরবাইক চুরি করার সিসিটিভি ফুটেজ সামনে আসতেই চাঞ্চল্য ছড়াল রামপুরহাট শহরে। দেশবন্ধু রোডের একটি দোকানের সামনে থেকেই ঘটেছে এই চুরির ঘটনা।

জানা গেছে, গত ১৭ আগস্ট রবিবার সকাল ছ’টা দশ মিনিট নাগাদ দোকানের কর্মী মিলন দত্ত বাইকটি দোকানের সামনে রেখে ভিতরে কাজে ব্যস্ত হয়ে পড়েন। সকাল প্রায় ন’টা চল্লিশ মিনিট নাগাদ বাইরে এসে তিনি দেখেন, তাঁর মোটরবাইকটি নেই। সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হলে দেখা যায়, সকাল আটটা বেয়াল্লিশ মিনিট নাগাদ এক দুষ্কৃতী দোকানের সামনে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর নকল চাবির সাহায্যে বাইকটি নিয়ে চম্পট দেয়।

ঘটনার খবর দেওয়া হয় রামপুরহাট থানার পুলিশকে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ সমাজ মাধ্যমে ভাইরাল হতেই এলাকায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।

এ বিষয়ে সোমবার দুপুরে দোকানের কর্মী মিলন দত্ত সংবাদমাধ্যমকে জানান,
“আমি নিয়ম মতোই বাইকটা দোকানের সামনে রেখেছিলাম। এতদিন ধরে রাখি, কখনও সমস্যা হয়নি। কাজ করতে গিয়ে খেয়ালই করিনি বাইকটা নেই। পরে সিসিটিভি দেখে অবাক হয়ে যাই। এরকম দুঃসাহসিকভাবে বাইক চুরি হবে ভাবতেও পারিনি।”

বিস্তারিত খবর দেখতে  ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button