
সিউড়ি, সজল সেখ : ভুল চিকিৎসায় অভিযোগ মৃত্যু হল এক মহিলার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল সিউড়িতে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম মিনা দাস বয়স ৩৬ বছর। গলব্লাডারের সমস্যার কারণে কয়েকদিন আগে তিনি সিউড়ির এক চিকিৎসকের কাছে যান। এরপর তাঁকে শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, সেখানেই অপারেশনের সময় ভুল চিকিৎসা করা হয়। গতকাল তাঁর মৃত্যু হয়।

ঘটনার প্রতিবাদে আজ লালদীঘিপাড়ার কাছে মৃতদেহ রাস্তায় নামিয়ে বিক্ষোভ ও পথ অবরোধ করেন মৃতার আত্মীয়রা। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত পৌঁছায় সিউড়ি থানার পুলিশ। বর্তমানে হাসপাতাল ও নার্সিংহোম চত্বরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।