জেলার খবর
Trending
রেল লাইন পার হতে গিয়ে গুরুতর জখম এক ব্যক্তি
রেল লাইন পার হতে গিয়ে গুরুতর জখম এক ব্যক্তি

সাঁইথিয়া, সজল সেখ : বীরভূমের সাঁইথিয়া রেলস্টেশনে বৃহস্পতিবার সকালে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মালগাড়ি ছাড়তেই লাইন পার হওয়া এক ব্যক্তি গুরুতরভাবে জখম হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলায় ওই ব্যক্তি অসতর্কভাবে লাইন পার হচ্ছিলেন। ঠিক সেই সময় মালগাড়িটি চলতে শুরু করলে তিনি হকচকিয়ে পড়ে যান। পড়ে যাওয়ার ধাক্কায় তার একটি পা ভেঙে যায় এবং মাথাতেও গুরুতর আঘাত লাগে।

তড়িঘড়ি স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সাঁইথিয়া হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাস্থলে উপস্থিত এক অ্যাম্বুলেন্স চালক জানান, লাইন পার হওয়ার সময় মালগাড়ির ধাক্কাতেই ওই ব্যক্তির চোট লাগে।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।