জেলার খবর
Trending

রোহিত সাউয়ের রহস্য মৃত্যু: ফরেনসিক দল ঘটনাস্থলে, তদন্তে নতুন মোড়

রোহিত সাউয়ের রহস্য মৃত্যু: ফরেনসিক দল ঘটনাস্থলে, তদন্তে নতুন মোড়

বোলপুর, মুনতাজ রহমান(বাপি) : বোলপুরের রোহিত সাউয়ের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য আরও গভীর হচ্ছে। বুধবার বোলপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লীর ক্যানালপাড় এলাকায় একটি মাচায় ২৩ বছরের রোহিতের মৃতদেহ উদ্ধার হয়। গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় বসে থাকতে দেখা যায় তাঁকে।

ঘটনার পরপরই পরিবারের দাবি— এটি আত্মহত্যা নয়, খুন করা হয়েছে রোহিতকে। অভিযোগের তির ওঠে প্রতিবেশী এক মহিলার দিকে। এই অভিযোগে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় এবং অভিযুক্তদের হেফাজতে নেয়।

এদিন সকালে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নানান নমুনা সংগ্রহ করেন। কীভাবে মৃত্যু ঘটেছে, তার বৈজ্ঞানিক ব্যাখ্যা পুলিশের কাছে জমা দেন তাঁরা। ফরেনসিক দল তদন্ত শুরু করায় কিছুটা স্বস্তি পেয়েছে মৃতের পরিবার।

রোহিতের পরিবারের দাবি, ‘‘যারা এই খুনের সঙ্গে জড়িত, প্রতিবেশী মহিলা-সহ প্রত্যেকেরই কঠোরতম শাস্তি হোক।’’

ঘটনাকে ঘিরে এখনও আতঙ্ক ও চাঞ্চল্যে ভরপুর বিবেকানন্দ পল্লী। পুলিশ জানিয়েছে, ফরেনসিক রিপোর্ট হাতে এলে তদন্তের গতি আরও বাড়বে।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button