
বোলপুর, আমার খবর : রাজ্যের জন মোহিনী কল্যাণমূলক প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। জেলার মোট জনসংখ্যা ১৮, লক্ষ ৫৭ হাজার, ২২ জন। যার মধ্যে ৪৯ শতাংশ ভোটার এই মহিলারাই। তাদের সিংহভাগই অর্থাৎ সারা জেলায় এ লক্ষ্মী ভান্ডার প্রাপকের সংখ্যা ৯ লক্ষ ২৫, ০০০। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের উপভোক্তারা স্বভাবতই এদিনের সং এদিনের সভায় ভিড় বাড়িয়েছেন। দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান ইত্যাদি জনমোহিনী প্রকল্পের মাধ্যমে এই লক্ষী ভান্ডারে সংখ্যা বেড়েই চলেছে। আরও জোরদার করতে ফের একবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বীরভূম জেলার প্রশাসনিক সভা থেকে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প এবার থেকে সারাজীবনের জন্য দেওয়া হবে। ২৫ বছর বয়স হলেই মহিলারা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন এবং আর্থিক সহায়তা সারাজীবন পাবেন।

মুখ্যমন্ত্রী বলেন, “লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ৯ লক্ষেরও বেশি মা-বোনেরা উপকৃত হচ্ছেন। এতদিন বয়সসীমা ও কিছু নিয়মাবলী ছিল, এখন থেকে ২৫ বছর বয়স হলেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে, এবং তা সারা জীবনের জন্য চলবে। তাই নিশ্চিন্তে থাকুন।”
২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে বাড়ির মহিলাদের হাতে মাসোহারা ৫০০ টাকা এবং তফসিলি জাতি, উপজাতি এবং অনগ্রসরদের টাকা বৃদ্ধি করা হয়। পরবর্তীতে তা আরও বাড়িয়ে সাধারণ মহিলাদের হাতে মাসে মাসে ১০০০ টাকা এবং তফসিলি জাতি, উপজাতি এবং অনগ্রসরদের জন্য ১২০০ টাকা করে দেওয়ার ঘোষণা করে রাজ্য। বিরোধীরা এ রাজ্যের সমালোচনা করলেও, যে রাজ্যে তারা ক্ষমতায় আছে সেই রাজ্যগুলিতে মমতার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের অনুকরণ শুরু হয়েছে।