জেলার খবর
Trending
শান্তিনিকেতনের সোনাঝুরিতে অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য, প্রাথমিক অনুমান খুন

শান্তিনিকেতন : পর্যটকদের অন্যতম আকর্ষণীয় গন্তব্য শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে অজ্ঞাতপরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। হাটের পেছনের দিকে একটি গাছের ডালে ওড়না বাঁধা অবস্থায় মহিলার দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহাকুমা হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা নয়, বরং খুন বলে মনে করা হচ্ছে। কী কারণে ও কীভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতার পরিচয় এখনও জানা যায়নি।
