শান্তিনিকেতন প্রেস ক্লাবের সভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
শান্তিনিকেতন প্রেস ক্লাবের সভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

শান্তিনিকেতন, আমার খবর : রবিবার (৩১ আগস্ট ২০২৫) দুপুরে রতনপল্লীতে অনুষ্ঠিত হলো শান্তিনিকেতন প্রেস ক্লাবের দ্বিতীয় সভা। প্রায় সকল সদস্যের উপস্থিতিতে এদিন গৃহীত হয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
সভায় নির্ধারিত হয়, প্রেস ক্লাবের গঠনের দিন থেকেই যাবতীয় আয়-ব্যয়ের হিসাব আইন মোতাবেক রাখা হবে এবং প্রতি আর্থিক বছরের শেষে অডিট বাধ্যতামূলক করা হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে রশিদ ও বিল বই ব্যবহারের ওপরও জোর দেওয়া হয়।
এছাড়া আসন্ন দুর্গাপুজোর পর ১৫ অক্টোবর (বুধবার) বিজয়া সম্মেলনের আয়োজন করা হবে। সেদিনই বিশিষ্টজনদের উপস্থিতিতে প্রেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হবে।

সভায় জানানো হয়, ক্লাবের স্থায়ী সম্পত্তি গঠনের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তার আগে আগামী ১৪ সেপ্টেম্বর (রবিবার) আলোচনার মাধ্যমে শারদ সম্মান প্রদান এবং কমিটি গঠনের রূপরেখা চূড়ান্ত করা হবে।
শারদ সম্মান পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে শুভদীপ প্রামাণিক, সৌতিক চক্রবর্তী এবং অমর দত্তকে। সিদ্ধান্ত হয়েছে, শারদ উৎসব উপলক্ষে একটি স্মরণিকাও প্রকাশিত হবে। সদস্যদের মহালয়ার দিনের মধ্যে নিজেদের মৌলিক লেখা বা ছবি জমা দিতে আহ্বান জানানো হয়েছে।