জেলার খবর
Trending

শুধু রাজনীতি করলে হয় না, সেবাটাও করতে হয় : অনুব্রত

শুধু রাজনীতি করলে হয় না, সেবাটাও করতে হয় : অনুব্রত

বোলপুর, মুনতাজ রহমান : শুধু রাজনীতি করলে হয় না, সেবাটাও করতে হয় বললেন অনুব্রত মন্ডল।
৬৯ তম স্টেট স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস ২০২৫-এর অধীনে আন্ডার–১৯ বয়েজ ফুটবল চ্যাম্পিয়নশিপের সূচনা হলো বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মোট ২২টি দল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়।

মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআরডিএ-র চেয়ারম্যান অনুব্রত মন্ডল, বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি প্রলয় নায়েক, ডি.সি.ডি.জি.এস বীরভূম মহম্মদ আব্দুল সফি, ডি-আই অফ স্কুল (সেকেন্ডারি) সুরজিৎ সামন্ত-সহ বহু শিক্ষা ও ক্রীড়াপ্রেমী মানুষ।

জানা গিয়েছে, বুধবার সকাল থেকেই তিনটি আলাদা মাঠে খেলা শুরু হবে— বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ের মাঠ, পারুলডাঙা গ্রামের মাঠ এবং বোলপুর স্টেডিয়াম মাঠে।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button