সংকীর্ণ রাস্তায় ঢুকে বিপত্তি, আটকে পড়ল ১৮ চাকার লরি
সংকীর্ণ রাস্তায় ঢুকে বিপত্তি, আটকে পড়ল ১৮ চাকার লরি

দুবরাজপুর, সেখ অলি মহম্মদ : দুবরাজপুরের পাকুরতলা মোড়ে ভোররাতে চাঞ্চল্য। মুরগির খাবার বোঝাই একটি ১৮ চাকার লরি ভুল করে ঢুকে পড়ে সংকীর্ণ রাস্তায়। এরপর গাড়িটি বিকল হয়ে যায় এবং পেছন করতে গিয়ে বেশ কয়েকটি দোকানে ক্ষয়ক্ষতি হয়। স্বাভাবিকভাবেই সকাল থেকে ওই এলাকায় তীব্র যানজট তৈরি হয়।
ঘটনাস্থলে পৌঁছে দুবরাজপুর থানার পুলিশ লরিটি সরানোর চেষ্টা চালায়। দুটি হাইড্রা আনা হলেও ভারী বোঝাইয়ের কারণে গাড়ি তোলা সম্ভব হয়নি। পরে অন্য একটি ট্রাকে মুরগির খাবারের বস্তা নামানোর কাজ শুরু হয়।

লরির চালক মতলুব খান জানান, রাজস্থান থেকে মাল লোড করে চন্দ্রপুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। জ্যাম এড়াতে ভুল করে সরু রাস্তায় ঢুকে পড়েন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এমন ঘটনায় বাজার ও স্কুলপড়ুয়াদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
পুলিশ জানিয়েছে, দ্রুত গাড়ি সরানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।