জেলার খবর
Trending

সংরক্ষণের অভাবে ভেঙে পড়ল বক্রেশ্বরের ঐতিহাসিক নাট মন্দির

সংরক্ষণের অভাবে ভেঙে পড়ল বক্রেশ্বরের ঐতিহাসিক নাট মন্দির

বক্রেশ্বর, সংকল্প দে : পশ্চিমবঙ্গের মান চিত্রে বীরভূম জেলার পাপহরা নদীর তীরে অবস্থিত বক্রেশ্বর শক্তিপীঠ দীর্ঘদিন ধরেই তীর্থযাত্রীদের অন্যতম গন্তব্য। সিউড়ি শহর থেকে প্রায় ২৪ কিমি ও কলকাতা থেকে ২৪০ কিমি দূরে অবস্থিত এই শক্তিপীঠ শিবভক্তদের কাছে এক অনন্য স্থান। দেউলরীতি স্থাপত্যে নির্মিত এই মন্দির কমপ্লেক্সে প্রধান দেবতা ভগবান শিব, যিনি শিবলিঙ্গরূপে পূজিত। পাশাপাশি মহিষমর্দিনীসহ একাধিক দেব-দেবীর মন্দির রয়েছে এখানে।

কিন্তু সম্প্রতি দেখা গেল এক দুঃখজনক ঘটনা। বহু প্রাচীন নাট মন্দির, যা মন্দির চত্বরে একটি ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন হিসেবে পরিচিত ছিল, টানা বৃষ্টিতে ভেঙে পড়েছে। দীর্ঘদিনের অবহেলায় ও জরাজীর্ণ অবস্থার কারণে এই ভগ্নাবশেষ চরম বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল। সৌভাগ্যবশত ভাঙার সময় কেউ সেখানে উপস্থিত ছিলেন না, ফলে কোনো প্রাণহানি বা বড়সড় ক্ষয়ক্ষতি হয়নি।

মন্দিরের সেবাইত জানিয়েছেন,

“যদি ভেতরে কেউ থাকতেন তবে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। দীর্ঘদিন ধরেই আমরা নাট মন্দিরের সংরক্ষণ ও সংস্কারের দাবি জানিয়ে আসছিলাম।”

উল্লেখ্য, এই শক্তিপীঠ ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ (ASI)-এর সুরক্ষার অন্তর্ভুক্ত প্রাচীন দেবীর চিত্রকর্মের জন্যও পরিচিত। সারা দেশ থেকে ভক্তরা এখানে এসে আধ্যাত্মিক অভিজ্ঞতা অর্জন করেন। কিন্তু নাট মন্দিরের ভগ্নদশা প্রশ্ন তুলছে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিয়ে।

স্থানীয় ভক্তরা ও ঐতিহ্য রক্ষাকর্মীরা বলছেন, অবিলম্বে সরকার ও প্রত্নতাত্ত্বিক দপ্তরের হস্তক্ষেপ না হলে এই ঐতিহ্য আরও ক্ষতিগ্রস্ত হবে।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button