জেলার খবর
Trending

সড়ক বিপর্যয়ে রাজনীতির আগুন — কালো স্প্রে, গ্রেফতার দাবি, মুখোমুখি তৃণমূল-বিজেপি।

সিউড়ি, সজল সেখ : উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে সড়কপথে অন্যতম প্রধান সংযোগস্থল, বীরভূমের তিলপাড়া ব্যারেজে দেখা দিয়েছে বিপজ্জনক ফাটল। ডাউনস্ট্রিম অংশের একাধিক জায়গা ভেঙে পড়েছে, এবং কোথাও কোথাও ভাসমান কাঠামো দৃশ্যমান। দীর্ঘদিনের অবহেলায় ব্যারেজের কাঠামো কার্যত ভেঙে পড়ার জোগাড়ে।

বর্তমানে জরুরি ভিত্তিতে মেরামতির কাজ শুরু হয়েছে, কিন্তু টানা বর্ষণে বারবার বাধা সৃষ্টি হচ্ছে। বিশেষত ঝাড়খণ্ড ও বীরভূমে অতিবৃষ্টির কারণে জল ছাড়াও বন্ধ করা যাচ্ছে না, ফলে প্রকল্পটি এক গভীর চ্যালেঞ্জের মুখে।

এই পরিস্থিতি পর্যালোচনায় জেলা প্রশাসনের আধিকারিকরা ব্যারেজ পরিদর্শনে যান। অবিলম্বে ভারী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়।

উত্তপ্ত রাজনীতি, পথেই মুখোমুখি দুই পক্ষ

এই ঘোষণার পরেই বিক্ষোভে নামে বিজেপি। তাঁদের অভিযোগ, “প্রশাসনের দীর্ঘ উদাসীনতা ও ব্যর্থতার ফলেই এই বিপর্যয়।” সিউড়ি শহরের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীরা পথ অবরোধ ও বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়।

বিক্ষোভ কর্মসূচির মধ্যেই উত্তেজনা চরমে পৌঁছায়, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত সরকারি উন্নয়নমূলক ফলকে কালো স্প্রে করে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে শুরু হয় হাতাহাতি।

সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী ও পৌরসভার চেয়ারম্যানকেও দেখা যায় পথে নেমে প্রতিবাদ করতে। তাঁদের অভিযোগ, ‘‘মুখ্যমন্ত্রীর ছবি অপমানিত হয়েছে, এর পেছনে উদ্দেশ্যপ্রণোদিত রাজনীতি রয়েছে।’’

ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হলে, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিজেপি কর্মীদের অবিলম্বে গ্রেফতারের দাবি তোলে। বিকাশ রায়চৌধুরী হুঁশিয়ারি দেন, ‘‘যদি অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার না করা হয়, তৃণমূল বৃহত্তর আন্দোলনে নামবে।’’

এই দাবিতে এদিন বীরভূম জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। পুলিশকে দোষারোপ করে সিউড়ির বিধায়ক ও পুরসভা চেয়ারম্যান দাবি করেছেন, “প্রশাসনের নিষ্ক্রিয়তাই এই উত্তেজনার জন্য দায়ী।”

একদিকে বিপর্যয়, অন্যদিকে রাজনৈতিক দাবা

অবশেষে উত্তেজনা প্রশমনে সিউড়ি থানার পুলিশ বিজেপি-র সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা-সহ একাধিক নেতাকে আটক করে।

এদিকে ব্যারেজ রক্ষার কাজ চলছে জোর কদমে, কিন্তু রাজনৈতিক টানাপোড়েনে উত্তপ্ত হয়ে উঠেছে সিউড়ি শহর। প্রশাসনের সামনে এখন তিনমুখো চ্যালেঞ্জ—যোগাযোগ সচল রাখা, ব্যারেজ মেরামত সম্পন্ন করা এবং শহরের আইনশৃঙ্খলা বজায় রাখা।

Related Articles

Back to top button