জেলার খবর
Trending

সদাইপুরে গভীর জঙ্গলে দেখা মিলল তিনটি নীলগাইয়ে

বীরভূম, সদাইপুর, আমার খবর : সদাইপুরের গভীর জঙ্গলে হঠাৎ দেখা মিলল তিনটি নীলগাইয়ের। রাতের নিস্তব্ধতায় সদাইপুর থানার পুলিশ যখন পেট্রোলিং ডিউটিতে ছিল, তখনই তাদের চোখে পড়ে এই বিরল দৃশ্য।

পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে সদাইপুর এলাকার জঙ্গলের মধ্যে তিনটি নীলগাই ঘোরাফেরা করছিল। এমন দৃশ্য এই অঞ্চলে খুবই বিরল। প্রাণীগুলিকে যাতে কেউ বিরক্ত না করে কিংবা কোনো রকম ক্ষতি না হয়, সেই জন্য সদাইপুর থানার পুলিশ ও বনদপ্তর যৌথভাবে নজরদারি চালাচ্ছে।

প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এই ধরনের বন্যপ্রাণীর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নীলগাই সাধারণত শুকনো অরণ্য কিংবা খোলা জমিতে বিচরণ করে। সদাইপুরে তাদের দেখা পাওয়া তাই এক বিশিষ্ট ঘটনা।

স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে বনদপ্তর ও প্রশাসনের অনুরোধ—এই বন্যপ্রাণীদের দিকে কেউ যেন কৌতূহলবশত এগিয়ে না যান এবং তাদের শান্তিপূর্ণভাবে জঙ্গলে বিচরণ করতে দেন।

Related Articles

Back to top button