
সিউড়ি, সজল সেখ : সিউড়ির কুলেরা মোড় ও কুলেরা পার হাউসের মাঝামাঝি রাস্তায় শুক্রবার সকালে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, একটি বাইক সিউড়ির দিকে আসছিল এবং আরেকটি বাইক সিউড়ির দিক থেকে যাচ্ছিল। সেই সময় মুখোমুখি ধাক্কা লাগে দুই বাইকের। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ যে বাইটি সিউড়ির দিকে যাচ্ছিল তার বাইকের গতিবেগ ছিল অত্যধিক এবং রং সাইডে ছিল। তার গতিবেগ থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটে। একটি বাইককে মারার সাথে সাথে আরো একটি চাইনা ভ্যানকে ধাক্কা মারে সজোরে।
ঘটনায় আহত হন তিনজন। চায়না ভ্যানের চালকের পায়ে চোট লাগে, পাশাপাশি বাইকে থাকা দুই আরোহী গুরুতর জখম হন। স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যান।

দুর্ঘটনার খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দুটি ক্ষতিগ্রস্ত বাইক থানায় নিয়ে যায়। দুর্ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।