সিউড়িতে শুরু হলো ১৬তম শারদীয়া তাঁত বস্ত্র মেলা
সিউড়িতে শুরু হলো ১৬তম শারদীয়া তাঁত বস্ত্র মেলা

সিউড়ি, মুনতাজ রহমান : দুর্গাপুজোর আগে তাঁত ও হস্তশিল্পীদের জন্য অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। সিউড়ির বেনেপুকুর পাড়া পুরাতন বাসস্ট্যান্ড গোলবাড়ির পাশে আজ শুরু হলো ১৬তম শারদীয়া তাঁত বস্ত্র মেলা ২০২৫।
আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসআরডিএ-র চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, বীরভূমের জেলাশাসক বিধান রায়, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) বিশ্বজিৎ মোদকসহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা।
মেলার মূল উদ্দেশ্য, পুজোর আগে জেলার তাঁত ও হস্তশিল্পীরা যাতে তাদের হাতের কাজ বাজারজাত করতে পারেন। পূজোর সময় সাধারণ মানুষ যাতে তাঁদের তৈরি জামাকাপড়, হস্তশিল্প সামগ্রী কিনে তাঁতিদের আয় বাড়াতে পারেন—এই লক্ষ্যেই আয়োজন।

এদিন মেলায় উপস্থিত অতিথিরা হস্তশিল্পীদের কাজ ঘুরে দেখে প্রশংসা করেন। আগামী ১৯শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেলা।
মেলায় অংশগ্রহণকারী তাঁত শিল্পীরা বলেন—“এ ধরনের মেলা আমাদের জন্য খুবই সহায়ক। পুজোর আগে বিক্রিবাট্টা বাড়বে, সেই আশাতেই আমরা এখানে এসেছি।”
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।