সিউড়ির প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াকে জামা খুলে শাস্তির অভিযোগে বিক্ষোভ
সিউড়ির প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াকে জামা খুলে শাস্তির অভিযোগে বিক্ষোভ

সিউড়ি, সজল সেখ : স্কুলে নির্দিষ্ট ব্যাচ না থাকার অভিযোগে এক পড়ুয়াকে জামা খুলে শাস্তি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। সোমবার সকালে সিউড়ি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের একাংশ প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখান। ঘটনাটির ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে।
অভিভাবকদের অভিযোগ, ব্যাচ না থাকায় পড়ুয়াকে জামা খুলতে বাধ্য করা হয়। এইভাবে শাস্তি দেওয়া অমানবিক। তাদের দাবি, জামা-ব্যাচ সংক্রান্ত সমস্যা হলে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের জানাতে পারতেন। কিন্তু প্রকাশ্যে এভাবে শাস্তি দেওয়াটা ভুল হয়েছে।

অন্যদিকে, স্কুলের প্রধান শিক্ষিকার দাবি, সরকারের পক্ষ থেকে ছাত্রদের ইউনিফর্ম সরবরাহ করা হয়। অথচ কিছু পড়ুয়া ছেঁড়া ও নোংরা জামা পরে স্কুলে এসেছিল। তাই তাঁদের নিজের ঘরে ডেকে কেবল জামা খুলে কেমন লাগে তা দেখানো হয়েছিল। সঙ্গে সঙ্গে জামা পরে দেওয়া হয়। শিক্ষিকার অভিযোগ, এরপর অভিভাবকেরা অশালীন ভাষায় তাঁকে অপমান করেন এবং মারমুখী হয়ে ওঠেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।