জেলার খবর
Trending
সিউড়ি সার্কিট হাউসে জেলার উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক
সিউড়ি সার্কিট হাউসে জেলার উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক

সিউড়ি, সজল সেখ : সিউড়ি সার্কিট হাউসে জেলার সামগ্রিক উন্নয়ন ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। বৈঠকে উপস্থিত ছিলেন এসআরডি-র চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ ব্যানার্জি, জেলাশাসক বিধান রায়, অতিরিক্ত জেলাশাসক, জেলার বিভিন্ন বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকেরা।
এদিনের বৈঠকে সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে রাস্তাঘাট, বাড়িঘর, ফসল সহ বিভিন্ন ক্ষেত্রে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি তিলপাড়া ব্যারাজের পরিস্থিতি নিয়েও গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হয়।

বৈঠক শেষে নেতৃবৃন্দ ও প্রশাসনিক আধিকারিকেরা জানান, জেলার সমস্যাগুলির দ্রুত সমাধান করতে একযোগে কাজ চালানো হবে।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।