বীরভূম জেলার সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হলো অত্যাধুনিক হাইব্রিড বেড ইউনিট।
বীরভূম, সিউড়ি, সজল সেখ : বীরভূম জেলার সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হলো অত্যাধুনিক হাইব্রিড বেড ইউনিট। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইলামবাজার থেকে ভার্চুয়ালি এই উন্নত চিকিৎসা কক্ষের উদ্বোধন করেন। নতুন এই পরিষেবার মাধ্যমে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা আরও দ্রুত ও কার্যকরভাবে করা সম্ভব হবে।
অনুষ্ঠানে সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী উপস্থিত থেকে বলেন, “এই হাইব্রিড বেড ইউনিট শুধুমাত্র প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং সিউড়ি সহ গোটা জেলার স্বাস্থ্য ব্যবস্থার জন্য এক যুগান্তকারী পদক্ষেপ।”

এই ইউনিটগুলিতে সাধারণ ও নিবিড় পরিচর্যা (General & ICU) কক্ষে দ্রুত রূপান্তরের সুবিধা থাকায়, জটিল চিকিৎসাও দক্ষতার সঙ্গে সম্পন্ন করা যাবে। মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই রাজ্যে ৪২টি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলা হয়েছে। সেগুলির মধ্যে সিউড়ির এই নতুন সংযোজন স্বাস্থ্যখাতে আরও এক উল্লেখযোগ্য অগ্রগতি।
বর্তমানে হাসপাতালটিতে ক্রিটিকাল কেয়ার ইউনিট, ডায়ালিসিস ও অন্যান্য আধুনিক বিভাগও চালু রয়েছে। ফলে শুধুমাত্র সিউড়ি নয়, গোটা বীরভূম ও আশেপাশের জেলার মানুষও এই সুবিধা পাবেন।
এই উদ্যোগ ‘স্বাস্থ্যসাথী প্রকল্প’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারের প্রতিশ্রুত উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ারই একটি বাস্তব উদাহরণ। সিউড়ি থেকে সজল সেখের রিপোর্ট আমার খবর বীরভূম