জেলার খবর
Trending

সুলভ মূল্যে পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু শান্তিনিকেতন মেডিকেল কলেজে

সুলভ মূল্যে পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু শান্তিনিকেতন মেডিকেল কলেজে

বোলপুর, মুনতাজ রহমান(বাপি) : রোগ প্রতিরোধের জন্য যেমন সচেতনতা বৃদ্ধি জরুরি, তেমনি মানুষের সুস্থতা নিশ্চিত করতে বছরে অন্তত দু’বার স্বাস্থ্য পরীক্ষা করা অত্যন্ত প্রয়োজনীয়। চিকিৎসক মহলের মতে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শুধু রোগ নির্ণয়ে নয়, অনেক ক্ষেত্রেই বড় ধরনের রোগের প্রাথমিক লক্ষণ চিহ্নিত করতে ও দ্রুত চিকিৎসা শুরু করতে সাহায্য করে। এতে রোগীর কষ্ট কমার পাশাপাশি চিকিৎসার ব্যয়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।

এই প্রেক্ষাপটে রাজ্যের মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে সুলভ মূল্যে পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা (Full Body Health Check-up) চালু করা হয়েছে। আগামী ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত এই স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।

মেডিকেল কলেজের সভাপতি মলয় পীট বলেন, প্রতিটি মানুষের কাছে আধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া এবং আর্থিক কারণে কেউ যাতে স্বাস্থ্য পরীক্ষার বাইরে না থাকে, সেটাই তাদের মূল লক্ষ্য। সাধারণ মানুষের নাগালের মধ্যে এই উদ্যোগ রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করবে বলেই আশা করা হচ্ছে।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button