জেলার খবর
সোনার দোকানে সোনা দেখার ছলে সোনা নিয়ে চম্পট দিল চোর।

সোনার দোকানে সোনা দেখার ছলে সোনা নিয়ে চম্পট দিল চোর। ঘটনাটি ঘটিছে বোলপুরের বাঁধগোড়া এলাকার এক সোনার দোকানে। এক যুবক দোকানে এসে সোনার হার পছন্দ করছিল। বেশ কিছু ক্ষন হার দেখার বাহানায় কিছু টাকা রেখে সোনার হার নিয়ে চম্পট দেয় এক যুবক। গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে। তবে কিছু টাকা দিয়ে গেছেন দোকানে।

যদিও দোকান মালিক এই বিষয়ে কোনো কথা বলতে নারাজ, তিনি জানিয়েছেন পুলিশকে যা বলার তিনি বলেছেন।