সোশ্যাল মিডিয়ায় কুৎসা রটনার অভিযোগ, অভিযুক্ত যুবকের জামিন
সোশ্যাল মিডিয়ায় কুৎসা রটনার অভিযোগ, অভিযুক্ত যুবকের জামিন

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদ : দীর্ঘ প্রতীক্ষার পর ব্যাঙ্গালোর থেকে দুবরাজপুর থানার পুলিশের জালে ধরা পড়ে ফেসবুকে বেনামী অ্যাকাউন্ট চালানো যুবক। অভিযোগ ছিল, ওই অ্যাকাউন্ট ব্যবহার করে দুবরাজপুর শহরে অশান্তি ছড়ানো হচ্ছিল। এতে স্থানীয় মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়।
পুলিশি তদন্তে জানা যায়, ফেসবুকের ওই বেনামী অ্যাকাউন্টের আড়ালে ছিলেন দুবরাজপুর নতুন পল্লীর বাসিন্দা কাজী মশিউর রহমান ওরফে বাপী কাজী। প্রযুক্তির সাহায্যে তার কার্যকলাপ ও মোবাইল নম্বর চিহ্নিত করে পুলিশ ব্যাঙ্গালোর থেকে তাকে গ্রেপ্তার করে। ট্রানজিট রিমান্ডে দুবরাজপুর থানায় এনে গত ২০ সেপ্টেম্বর আদালতে পেশ করা হয়।
প্রথম দফায় আদালত তদন্তের স্বার্থে তাকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। সেই রিমান্ড শেষে মঙ্গলবার ফের আদালতে তোলা হলে বিচারক তার জামিন মঞ্জুর করেন বলে জানিয়েছেন সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে।

ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকের মতে, দীর্ঘদিনের একটি ভুয়ো ফেসবুক আইডির অপব্যবহার থেকে মুক্তি মিললেও জামিনে মুক্তি পাওয়ায় মামলার চূড়ান্ত রায়ের দিকেই এখন সবার নজর। তবে পুলিশের পদক্ষেপ ভুয়ো অ্যাকাউন্টের আড়ালে কুৎসা ছড়ানোকারীদের বিরুদ্ধে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন স্থানীয়রা।
অভিযোগকারী সেখ বাকরে আলম ওরফে বাকু বলেন, “বিগত এক বছর ধরে ফেসবুকে একটি বেনামী অ্যাকাউন্ট থেকে আমার, আমার স্ত্রী, কন্যা, দাদা— সকলের নামে অশ্লীল ভাষা ও ছবি পোস্ট করা হচ্ছিল। আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করি। দুবরাজপুর থানার সিআই ও ওসি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন, এজন্য তাঁদের ধন্যবাদ জানাই। পাশাপাশি এর পেছনে আরও কেউ জড়িত আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখুক— এটাই আশা।”
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।