
বোলপুর, দেবস্মিতা চট্টোপাধ্যায় : বীরভূমের রাজনীতির সমার্থক নাম অনুব্রত মণ্ডল। তিহার জেল থেকে মুক্তির পর ফের রাজনীতির মাটিতে স্বমহিমায় ‘কেষ্ট মোড়ল’। আর তাঁর সেই উপস্থিতি এবার আরও বাড়তি রঙ ছড়াবে হাটসেরান্দি গ্রামের শতবর্ষ প্রাচীন দুর্গাপুজোয়। গ্রামজুড়ে এখন সাজো সাজো রব। মণ্ডল বাড়ির পুজো শুধু একটি পারিবারিক পুজো নয়, একে ঘিরে গড়ে ওঠে সামাজিক মেলবন্ধন, লোকসংস্কৃতির উজ্জ্বল চিত্র আর রাজনৈতিক আবহ।
নানুর থানার হাটসেরান্দি গ্রামে মণ্ডল পরিবারের দুর্গাপুজো বহু দশক ধরে ‘কেষ্ট মোড়লের বাড়ির পুজো’ নামেই পরিচিত। মাটির প্রতিমা, ঘটের পুজো কিংবা পটের ঠাকুর— সবই রয়েছে এই গ্রামে। তবে আলাদা আবহ তৈরি করে মণ্ডল পরিবারের ঐতিহ্যবাহী মাটির প্রতিমার পুজো। প্রতি বছরই ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত এই পুজোয় অংশ নেন অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল।

অনুব্রতের কণ্ঠে পুজোর আবেগ
অনুব্রত মণ্ডল বলেন, “হাটসেরান্দিতে অনেক ঠাকুর হয়। আমাদের ঠাকুর মাটির। পূর্বপুরুষের পুজো। আমি ষষ্ঠী বা সপ্তমীর দিন গিয়ে প্রথমে নিজের মায়ের মুখ দেখি, তারপর অন্য মায়ের মুখ দেখি। সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে আমি গ্রামের বাড়িতে পৌঁছে যাই, বিকেল ৫টা থেকে সাড়ে ৫টায় ফিরে আসি। বাচ্চা বয়স থেকে এই পুজো দেখে আসছি। গ্রামের মানুষদের নিষ্পাপ মন আমাকে টানে।”
গ্রামজুড়ে উৎসবের আমেজ
হাটসেরান্দি এখন একেবারে উৎসব মুখর। প্রতিমা গড়ার কাজ প্রায় শেষ। সর্বত্র সাজসজ্জার তোড়জোড় চলছে। গ্রামবাসীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। স্থানীয় বাসিন্দা সুজিত বাগদী বলেন, “এই পুজোয় সবাই খুব আনন্দ করে। আশপাশের সব গ্রাম থেকে মানুষ আসে। দাদা (অনুব্রত) আসবেন অনেক দিন পর, এটা আমাদের কাছে আনন্দের।”
তপন বাগদীও যোগ করেন, “সব নিয়ম মেনে পুজো হয়। এটাই গ্রামের গর্ব। এবারের পুজোয় মোড়ল স্বমহিমায় থাকবেন, তাই উত্তেজনা আরও বেশি।”

সব ধর্মের মিলনমেলা
অনুব্রত মণ্ডলও গ্রামবাসীদের উদ্দেশে বার্তা দিয়েছেন— “সুন্দরভাবে পুজো কাটান। কোন জাতপাত নয়, সব ধর্ম সমান। সব ধর্মের মানুষকে নিয়ে এই পুজোয় সামিল হোন।”
রাজনীতি ও সংস্কৃতির মেলবন্ধন
এই পুজো এখন শুধু একটি পারিবারিক বা আঞ্চলিক অনুষ্ঠান নয়, বরং তা হয়ে উঠেছে রাজনৈতিক ও সামাজিক সমাবেশেরও ক্ষেত্র। কেষ্ট মোড়লকে দেখতে গ্রামমুখী জনস্রোত— সব মিলিয়ে এবারের দুর্গাপুজোতে হাটসেরান্দি ফের সাক্ষী হতে চলেছে এক বিশেষ মুহূর্তের।
সব মিলিয়ে বলা যায়, অনুব্রত মণ্ডলের স্বমহিমায় প্রত্যাবর্তন এবার হাটসেরান্দির মণ্ডল বাড়ির শতবর্ষ প্রাচীন দুর্গাপুজোয় এনে দিয়েছে নতুন প্রাণ, নতুন জৌলুস এবং গ্রামবাসীদের মুখে একরাশ আনন্দ।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।