জেলার খবর

হিন্দু ট্রাক চালককে আর্থিক সাহায্য মুসলিম সম্প্রদায়ের ইমামদের

হিন্দু ট্রাক চালককে আর্থিক সাহায্য মুসলিম সম্প্রদায়ের ইমামদের

দুবরাজপুর, শেখ অলি মহম্মদ : প্রাতিষ্ঠানিক ধর্মের বদলে মানবধর্মই সমাজ-সভ‍্যতা ও সম্প্রীতিকে প্রতি পদক্ষেপে এগিয়ে নিয়ে যায়। তাই মানব ধর্মের দৃষ্টান্ত স্থাপন করলেন দুবরাজপুর ইসলামপুরের রাহে জান্নাত ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। মাস খানেক আগে লরি দুর্ঘটনায় হিন্দু সম্প্রদায়ের এক ট্রাক চালক পা হারালে তাঁর আর্থিক সাহায‍্যে এগিয়ে এলেন রাহে জান্নাত ওয়েলফেয়ার সোসাইটি সদস্যরা। জানা যায়, দুবরাজপুর ব্লকের তরুলিয়া মোড়ের সন্নিকটে আউলিয়া গ্রামের বাসিন্দা সদানন্দ ডোম, পেশায় লরিচালক। গত কয়েক মাস আগে লরির দুর্ঘটনায় তার পা কেটে বাদ দিতে হয়। ফলে কয়েক মাস থেকে বাড়িতে শয্যাশায়ী রয়েছে। বাড়িতে রোজগার করার আর সেরকম কেউ নেই। কোনরকমে দিন গুজরান করছেন তারা। তাই ইসলামপুরের রাহে জান্নাত ওয়েলফেয়ার সোসাইটিরা এই খবর জানতে পারেন।

এই সোসাইটির সদস্যরা সদানন্দ ডোমের বাড়িতে গিয়ে তার হাতে চিকিৎসার জন্য আর্থিক সাহায্য এবং ফলমূল তুলে দেন। দুরাবস্থায় আর্থিক সাহায্য পেয়ে সদানন্দ ডোম এই সমিতির প্রত্যেক সদস্যকে কৃতজ্ঞতা জানিয়েছেন। তবে এই সমিতির সদস্যরা কেউ মসজিদের ইমাম, আবার কেউ মাদ্রাসার শিক্ষক। রয়েছেন কিছু সমাজসেবী মানুষজনও। তারা প্রত্যেকেই কিছু কিছু টাকা সঞ্চয় করে এরকম দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়েছেন। কখনো ক্যান্সার রোগীকে, আবার কখনো বিরল রোগে আক্রান্ত রোগীকে আর্থিক সাহায্য করেছেন তারা। তারা কোনো ধর্ম দেখে আর্থিক সাহায্য করেন না। সে যেই ধর্মের হোক না কেন, তাদের কাছে আসল ধর্ম হচ্ছে মানব ধর্ম। এ বিষয়ে রাহে জান্নাত ওয়েলফেয়ার সোসাইটির সদস্য হাফিজ নুরুল আবশার জানান, আমাদেরই একজন সদস্য পেশায় লরি চালক শেখ দিলীপের কাছ থেকে জানতে পারলাম আউলিয়া গ্রামের এক লরিচালক যার নাম সদানন্দ ডোম তিনি লরি দুর্ঘটনায় একটি পা হারিয়েছেন। আমরা যখন এই খবর পাই যে তার আর্থিক অবস্থা সেরকম নেই। তাই তার পাশে দাঁড়ানোর সংকল্প আমাদের সোসাইটি নিয়েছে। এদিন তার হাতে চিকিৎসার জন্য কিছু আর্থিক সাহায্য এবং ফলমূল তুলে দেওয়া হল। আমাদের কোন ধর্ম নিয়ে চিন্তাধারা নেই। সে যেই ধর্ম হোক না কেন হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই প্রমুখ। এরকম দুঃস্থ মানুষ থাকলে আমরা তার পাশে দাঁড়াবো।

এদিন উপস্থিত ছিলেন ইসলামপুর সদর মসজিদের ইমাম হাফিজ আনোয়ার হোসেন, হাফিজ নুরুল আবসার, হাফিজ মহম্মদ আরিফ রাজা, আদি মসজিদের ইমাম হাফিজ চাঁদ রাজা, হাফিজ কলিমুল্লাহ, হাফিজ জাবেদ হাফিজ গোলাম হোসেন, হাফিজ মেহবুব, মৌলভী মীর মামুন রশিদ, হাফিজ আরিফ সহ অন্যান্য সদস্যরা।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button