জেলার খবর
Trending

১ ঘণ্টা ১৫ মিনিটে পরীক্ষা, ওএমআর শিটে উত্তর লিখবে পরীক্ষার্থীরা

বোলপুর, মুনতাজ রহমান : চলতি মাসের আগামী সোমবার, অর্থাৎ ৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমেস্টার পরীক্ষা। এ বছর প্রথমবারের মতো উচ্চ মাধ্যমিক স্তরে চালু হচ্ছে সেমেস্টার ভিত্তিক পরীক্ষা পদ্ধতি।

মঙ্গলবার বোলপুর মহকুমা কনফারেন্স হলে অনুষ্ঠিত বৈঠকে নতুন পরীক্ষাপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন HS EXAM BIRBHUM এর joint Convenor অভিজিত নন্দন, বোলপুর মহকুমা শাসক অয়ন নাথের নেতৃত্বে মহকুমার সকল বিডিও, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, স্বাস্থ্য দফতর, দমকলকর্মী, মেন ভেন্যু ও সাব ভেন্যুর দায়িত্বপ্রাপ্তরা, এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকারা।

এবারের থার্ড সেমেস্টার পরীক্ষা হবে সম্পূর্ণ এমসিকিউ (MCQ) ভিত্তিক, যেখানে পরীক্ষার্থীদের OMR শিটে উত্তর লিখতে হবে। পরীক্ষার সময়সীমা নির্ধারিত হয়েছে মাত্র ১ ঘণ্টা ১৫ মিনিট। উত্তরপত্রের মূল্যায়ন হবে পুরোপুরি কম্পিউটার পদ্ধতিতে; তাই কোনো পরীক্ষক বা হেড এক্সামিনারের প্রয়োজন হবে না।

পরীক্ষার দিনগুলিতে (৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর) ছাত্রছাত্রীদের যেন কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়, তার জন্য প্রশাসনের তরফে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button