২১ জুলাইয়ে তৃণমূলের শহিদ সমাবেশের আগে বীরভূমে ‘খুন’ হলে এক তৃণমূল নেতা। বোমা মেরে ‘খুন’ করা হল ওই তৃণমূল নেতাকে।
বীরভূম: একুশে জুলাইয়ের তৃণমূলের শহীদ সমাবেশের আগে বীরভূমে খুন হলো এক তৃণমূল নেতা।
বোমার আঘাতে মৃত্যু হল তৃণমূল নেতা তথা বীরভূমের ময়ুরেশ্বর -১ পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শাকিলা বিবির স্বামী বাইতুল্লা সেখ।
তাকে লক্ষ্য করে তিনটি বোমা মারে দুষ্কৃতীরা। বোমার আঘাতে গুরুতর জখম তৃণমূল নেতা বাইতুল্লা সেখ বয়স আনুমানি ৪০ বছর। বাইতুল্লার সাথে থাকা গুরুতর আহত দুজন। তাদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা বাইতুল্লাকেমৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার বিষিয়াগ্রামে।

জানা গিয়েছে শনিবার রাত্রি আটটা নাগাদ বীরভূমের মল্লারপুর থানার বিষিয়াগ্রামে একটি চায়ের দোকান দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে বসে কথা বলছিলেন। অভিযোগ আশপাশ থেকে বেশ কয়েকজন ওই দোকান ঘিরে ফেলে। ওই তৃণমূল নেতা কে লক্ষ্য করে পরপর তিনটি বোমা মারা হয়। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকা জুড়ে। অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা ওই জায়গা থেকে পালিয়ে যায়। সেই বোমায় গুরতর জখম হন বাইতুল্লা সহ আরো দুই জন। তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে বাইতুল্লা কে মৃত বলে ঘোষণা করেন। খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিস্তারিত খবর ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।