জেলার খবর
Trending

৩ কোটি টাকার জাল লটারি উদ্ধার।

সিউড়ি, আমার খবর : ৩ কোটি টাকার জাল লটারি উদ্ধার। ফের ৩ কোটি টাকার জাল লটারি উদ্ধার করলো সিউড়ি থানার পুলিশ। এদিন সিউড়ির কেন্দুয়া দাসপাড়ার একটি বাড়ির নিচতলা থেকে উদ্ধার প্রচুর পরিমাণে জাল লটারি। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় সিউড়ি থানার পুলিশ। যে যার লটারি গুলি উদ্ধার করেছে পুলিশ তার আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকারও বেশি। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

কিছুদিন আগেই দুবরাজপুরে এমনই যার লটারি উদ্ধার হয়েছিল। সেই তদন্তের এখনো কিনারা করতে পারেনি পুলিশ। আদেও জাল লটারি কার বাড়িতে পাওয়া যাবে তা সন্দেহ রয়েছে সাধারণ মানুষের।

Related Articles

Back to top button