জেলার খবর
Trending

৪০০ টি পরিবার এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ।

ইলামবাজার ব্লকের বিলাতি গ্রাম পঞ্চায়েতের নাচন সাহা গ্রামে ৪০০ টি পরিবার এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ।

এদিন নাচন সাহ বুথের নাচন সাহা, জাম্বুনী ডাঙ্গা, পাকুরতলা ডাঙ্গা, বটতলা ডাঙ্গা, বৈঁচিডাঙ এবং পলাশডাঙ্গা থেকে ৪০০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতে সদস্য ঝুমা লোহার এর হাত ধরে। এদিন এই যোগদান অনুষ্ঠানে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্ব। এই যোগদানের বিষয় নিয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে তৃণমূল কংগ্রেসে যোগদানে ঢল নামবে। অন্যান্য দল থেকে এভাবেই যোগদান করবেন শত শত মানুষ। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যজুড়ে যে উন্নয়ন করেছেন। এই উন্নয়নে উপকৃত হয়েছেন সাধারণ মানুষ। তাই সকল সাধারণ মানুষ উন্নয়নে সামিল হতে চান।

Related Articles

Back to top button