৭৪ বছরের তিলপাড়া ব্যারেজে সতর্কবার্তা, মেরামতে নেমেছে বিশেষজ্ঞ দল
৭৪ বছরের তিলপাড়া ব্যারেজে সতর্কবার্তা, মেরামতে নেমেছে বিশেষজ্ঞ দল

সিউড়ি, সজল সেখ : সিউড়ির তিলপাড়া ব্যারেজের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা খতিয়ে দেখতে রবিবার এলাকা পরিদর্শন করলেন সেন্ট্রাল ওয়াটার কমিশনের তিন সদস্যের একটি দল। দলে ছিলেন ডিরেক্টর এসকে শর্মা, ডেপুটি ডিরেক্টর এ রাঘবেন্দ্র এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পি প্যাটেল। পরিদর্শনের পর তারা তিলপাড়া ব্যারেজ সংলগ্ন সেচ দপ্তরের কার্যালয়ে দীর্ঘ সময় ধরে বৈঠক করেন।
প্রায় ৭৪ বছরের পুরনো এই ব্যারেজ বর্তমানে বয়সজনিত সমস্যার পাশাপাশি চাপে রয়েছে ১৪ নম্বর জাতীয় সড়কের ভারী যান চলাচলের জন্য। বিশেষজ্ঞদের মতে, এই দুই কারণই ব্যারেজের কাঠামোগত ক্ষতির মূল কারণ। বৈঠকে উপস্থিত জলাধার বিশেষজ্ঞ জুলফিকার আহমেদের প্রস্তাবিত সংস্কার পরিকল্পনার সঙ্গে একমত হন সেন্ট্রাল ওয়াটার কমিশনের আধিকারিকরা এবং দ্রুত সংস্কার কাজ চালু রাখার পক্ষে মত দেন।

ইতিমধ্যে সংস্কার কাজ শুরু হলেও কতদিনে এই কাজ সম্পূর্ণ হবে, তা নিয়ে এখনও নিশ্চয়তা দিতে পারেননি সেচ দপ্তরের কর্তারা। স্থানীয় বাসিন্দাদের আশা, পরিকল্পনা অনুযায়ী সংস্কার শেষ হলে তিলপাড়া ব্যারেজ আবারও দীর্ঘদিন নিরাপদে টিকে থাকবে।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।