জেলার খবর
Trending

রামপুরহাট শহরের সার্বিক উন্নয়নের দাবিতে সিপিএমের স্মারকলিপি।

রামপুরহাট শহরের সার্বিক উন্নয়নের দাবিতে সিপিএমের স্মারকলিপি রামপুরহাট পুরসভায়। সোমবার বেলা বারোটা নাগাদ সিপিএমের রামপুরহাট ১ নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে রামপুরহাট পৌরসভায় ১৫ দফা দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। তাদের রামপুরহাট শহরের সমস্ত বাড়িতে পানীয় জলের সরবরাহ স্বাভাবিক করতে হবে। যত্রতত্র বেআইনি ফ্ল্যাট নির্মাণে ছার পত্র দেওয়া চলবে না, শহর জুড়ে যানজট নিয়ন্ত্রণ করতে হবে।
রামপুরহাট রক্তকরবীর সাংস্কৃতিক মঞ্চ অতি দ্রুত খুলতে হবে, ও গান্ধী পার্কের সংস্কার করার ব্যবস্থা করতে হবে সহ আরো একাধিক দাবি জানানো হয় এদিনের স্মারকলিপিতে। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন পার্টি নেতা সঞ্জীব মল্লিক, অমিতাভ সিং। সভাপতিত্ব করেন হিমাদ্রি শুভ্র ব্যানার্জী। উপস্থিত ছিলেন পার্টি নেত্রী কেনিজ রবিউল ফাতেমা।

Related Articles

Back to top button