বোলপুর: সুব্রত কাপের আন্ত: স্কুল ফুটবল প্রতিযোগিতায় সুযোগ পেল বোলপুরের মির্জাপুর বিবেকানন্দ আশ্রম বিদ্যালয়ের ছয় দুস্থ আদিবাসী ছাত্র। সমাজের পিছিয়ে পড়া আদিবাসী ছাত্র-ছাত্রীদের নিয়ে বোলপুরের মীরজাফরের গড়ে উঠেছে এই আশ্রম বিদ্যালয়। মানুষের সাহায্যে গড়ে ওঠা এই বিদ্যালয়ে ইংরেজি মাধ্যম আবাসিক বিদ্যালয় থেকে বিগত ১০ বছরে বহু কৃতি ছাত্র নিজ নিজ স্থানে সময় প্রতিষ্ঠিত হচ্ছেন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় অগ্রগণ্য এই আশ্রম। এই স্কুল থেকেই সাত জন আদিবাসী ছাত্র সুব্রত কাপের আন্ত: স্কুল অনূর্ধ্ব ১৭ স্তরে ফুটবল খেলার সুযোগ পেয়েছে। তারা হল যথাক্রমেরাজেশ হাঁসদা,সুরেশ হেমব্রম,সুকান্ত মুর্মু ,বিশ্বনাথ হাঁসদা,বিনোদ হেমব্রম,সুমাইমুর্মু, সুমন্ত মুর্মু বলে জানান মির্জাপুর বিবেকানন্দ আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী নির্মলানন্দ।
কিন্তু অর্থাভাবের কারণে এই স্কুলের ছাত্রদের জার্সি ফুটবল ইত্যাদি সাজ সরঞ্জামের সংকুলান হচ্ছিল না। স্বামী নির্মলানন্দজি স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে বিষয়টি জানান। শোনা মাত্রই মন্ত্রী সাত জনের জন্য বুট জার্সি ফুটবল ইত্যাদি সরঞ্জাম পাঠিয়ে দেন। মন্ত্রী জানান, আশ্রমের জন্ম লগ্ন থেকেই তিনি এই আশ্রমের পাশে আছেন। প্রথম দিকে জমির একটু অসুবিধা ছিল। এখনো কিছুটা আছে। সরকারের কাছে যথারীতি আবেদন করা হয়েছে। কিছু জায়গা চাঁদা দিয়ে আমরা আশ্রমের জন্য কিনেছি। আশা করি সব সমস্যা মিটে যাবে। একটা খেলার মাঠের ব্যবস্থাও করা হয়েছে। খুবই আনন্দের খবর যে এই দুস্থ আদিবাসী ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় ভালো ফল করছে।
