দুবরাজপুর, সেখ ওলি মহম্মদ : তেলের পরিবর্তে কেমিক্যাল মেশানো জল দেওয়ার অভিযোগ উঠল পেট্রোল পাম্পের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পেট্রোল পাম্পের কর্মী ও আধিকারিকদের তেড়ে যান মারমুখী উত্তেজিত জনতা।
গাড়িতে তেল ভরার পরেও চালু হচ্ছে না একাধিক গাড়ি। গাড়ির তেলের ট্যাঙ্ক খুলে তেল ঢেলে দেখা যায় অবাক কাণ্ড। তেলের পরিবর্তে ট্যাঙ্ক থেকে বেরোচ্ছে কেমিক্যাল মিশ্রিত জল। এমনই ঘটনা ঘটল বীরভূমের দুবরাজপুরে। গোকরুলের কাছে রাণীগঞ্জ-মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে রয়েছে শিবরাম এন্টারপ্রাইজ নামে হিন্দুস্থান পেট্রোলিয়ামের একটি পেট্রোল পাম্প। পাম্পের বিরুদ্ধে অভিযোগ যে তারা কেমিক্যাল ও জল মিশ্রিত পেট্রোল বিক্রি করছে। এরপরই বিক্ষোভ শুরু হয় গ্রাহকদের। পেট্রোল পাম্পের কর্মীদের তেড়ে যান উত্তেজিত জনতা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান দুবরাজপুর থানার পুলিশ।

সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের খোদ মুখ্যমন্ত্রীর গাড়িতে। মধ্যপ্রদেশের রতলাম এলাকায় মুখ্যমন্ত্রী মোহন যাদবের গাড়ি সহ ১৯টি গাড়ির কনভয় সেখানকার একটি পেট্রোল পাম্পে তেল ভরা হয়।
গাড়িতে তেল ভরার পরও একটিও গাড়ি স্টার্ট করা সম্ভব হয়নি। অবশেষে গাড়ির তেলের ট্যাঙ্ক খুলে দেখা যায় তেলের সঙ্গে প্রচুর পরিমাণে জল মিশে রয়েছে যার ফলে তেলগুলি দূষিত হয়ে গিয়েছে। এজন্যই মুখ্যমন্ত্রীর গাড়ি সহ ১৯টি কনভয় স্টার্ট করা সম্ভব হয়নি। জানা গিয়েছে, অতিবৃষ্টির ফলে পেট্রোল পাম্পের নিচে থাকা তেলের ট্যাংকে ফাটল দিয়ে জল মিশেছে আর এর ফলে দূষিত হয়ে গেছে গোটা পেট্রোল পাম্পের তেল। এরপরেই সেই পেট্রোল পাম্পটিকে সিল করে দেওয়া হয়েছে সরকারিভাবে। ঠিক তেমনই কাণ্ড ঘটল এবার দুবরাজপুরে।