জেলার খবর
Trending

গলায় ওড়না জড়ানো মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সদাইপুরে।

দুবরাজপুর, সদাইপুর,সেখ ওলি মহম্মদ : জঙ্গলের মধ্যে গলায় ওড়না জড়ানো মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো সদাইপুরে। সদাইপুর থানার অন্তর্গত রাধা মাধবপুর গ্রামের আগে বক্রেশ্বর জলাধার যাওয়ার রাস্তায় জঙ্গলের মধ্যে অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা এদিন সকালে। খবর দেয়া হয় পুলিশকে। পুলিশ এসে মৃতদেহটি সেখান থেকে উদ্ধার করেছে। নিয়ে যাওয়া হয়েছে সিউড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য। মৃত মহিলার বয়স আনুমানিক ২৫ বছর। মহিলার গলায় ওড়না জড়ানো ছিল। মহিলার মৃতদেহের পাশে পড়ে রয়েছে তার জুতো ও রুমাল। মৃতের পরিচয় এখনো জানা যায়নি।স্থানীয় বাসিন্দাদের দাবি খুন করা হয়েছে ওই মহিলাকে। মৃত মহিলা শরীরে বেশ কিছু জায়গায় আঘাতে চিহ্ন রয়েছে।

সকলের অনুমান কিছুটা দূরে শুরু হয়েছে আলম বাবার মেলা সেই মেলাতে অসংখ্য মানুষজন আসেন মেলা দেখতে। মেলাতে আশায় কেউ হবে। অজ্ঞাত পরিচয় মহিলা কে বা কোথাকার তা তদন্ত শুরু করেছে সদাইপুর থানার পুলিশ।

Related Articles

Back to top button