জেলার খবর

মাথায় গুলি করে খুন তৃণমূল অঞ্চল সভাপতি। ঘটনায় চাঞ্চল জেলা জুড়ে।


বীরভূম, সাঁইথিয়া, মুনতাজ রহমান : বীরভূমের সাঁইথিয়া ব্লকের অন্তর্গত লাভপুর বিধানসভার এলাকা সিনিধিপুর গ্রামের অঞ্চল সভাপতি ও সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পীযূষ ঘোষকে গ্রামের বাইরে গুলি করে খুন করার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। তিন জনকে আটক করেছে সাঁইথিয়া থানার পুলিশ। তাদের মধ্যে দুজন মহিলা ও একজন পুরুষ রয়েছে।

শনিবার রাত্রে কেউ বা কারা তাকে ফোন করে বাড়ি থেকে ডাকে পীযূষকে অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর সে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে বাড়ির লোকজন। রাত্রি দুটোর সময় গ্রামেরই একটি রাস্তার মোড়ে রক্তাক্ত অবস্থায় পীযূষের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তার বাবার অভিযোগ ছেলেকে গুলি করে খুন করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আমোদপুর ফাঁড়ির পুলিশ। ময়নাতন জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটক তিনজনের মধ্যে দুজন মহিলা ও একজন পুরুষ রয়েছে। কি কারনে খুন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আটকদের।

Related Articles

Back to top button