
সিউড়ি, আমার খবর : সিউড়ি কাঁটা বুনি পাড়াতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। মৃত গৃহবধূর নাম রাখি বিবি। জানা যায়, তিনি ওই পাড়ায় একটি ভাড়া বাড়িতে বাস করতেন। মৃত গৃহবধূর নিজের বাড়ি সিউড়ির ৫ নম্বর ওয়ার্ডের সনাতন পাড়ায়।
রাখি বিবি ওই ভাড়া বাড়িতে স্বামীর সঙ্গে থাকলেও, স্থানীয় সূত্রে জানা গিয়েছে তার স্বামী খুব কমই সেখানে আসতেন। রবিবার সকালে হঠাৎ করেই তার বাড়ির পিছনের পুকুরে তার মৃতদেহ ভাসতে থাকতে দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় জুড়ে।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ ওঠে, রাখি বিবিকে কেউ ইচ্ছাকৃতভাবে খুন করেছে। খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কি ভাবে পুকুরে জলে মৃত্যু হল তার, তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ।